কাফের কিং,মোফাস্সিল ইসলামের মিথ্যাচার এর প্রমাণ!
আল্লার তায়ালা কোরআনে বলেছেন
وَمِن كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ (49
আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যাতে তোমরা হৃদয়ঙ্গম কর।
দেখুন, এখানে বলা হয়েছে "আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি ৷ " সৃষ্টি করে জীবিত রেখেছি বলা হয় নাই ৷
কাফের কিং, মুফাস্সিল ইসলাম বলছে এই আয়াত ভুল ৷ তিনি বলেন whiptail lizard নামক একটি lizard আছে, যার কোন পুরুষ নেই শুধু নারী আছে! অতএব কোরআন ভুল!!! কারন whiptail lizard এর কোন জোড়া নেই!
আসলেই কি তাই??
100% মিথ্যা তথ্য এটা! কারন whiptail lizard এর পুরুষ প্রজাতি ছিল কিন্তু এখন বিলুপ্ত হয়ে গেছে ৷
আল্লাহ তায়ালা সৃষ্টি করার পর যদি কোন প্রানী মারা যায় তবে কি কোরআনের তথ্য ভুল প্রমানিত হয়ে গেল??
ডাইনোসর পৃথিবীতে ছিল, এখন নেই ৷
যদি কেউ বলে, " দেখ এখন ডাইনোসরের কোন জোড়া পৃথিবীতে নেই, অতএব কোরআন ভুল! " তবে কি তাকে পাগলা গারদে নেয়ার প্রয়োজন পরবে না???
সবচেয়ে দুঃখজনক ব্যাপার হল, আপনি যদি উইকিপিডিয়ার তথ্য দেখেন, তবে সেখানেও দেখবেন যে এর কোন পুরুষ প্রজাতির ব্যাপারে কিছুই লেখা নেই ৷ মূলত, নাস্তিকরা ইচ্ছাকৃত এই তথ্য গোপন করার চেষ্টা করছে ৷
আমার লিঙ্ক এ দেখুন ,whiptail lizard এর পুরুষ প্রজাতি থাকার প্রমান রয়েছে, যা এখন বিলুপ্ত হয়ে গেছে ৷
http://indianapublicmedia.org/amomentofscience/the-future-of-males/
http://www.bbc.co.uk/programmes/p006v48r
দেখুন, আল্লাহ বলেছেন
,
[185] كُلُّ نَفسٍ ذائِقَةُ المَوتِ ۗ وَإِنَّما تُوَفَّونَ أُجورَكُم يَومَ القِيٰمَةِ ۖ فَمَن زُحزِحَ عَنِ النّارِ وَأُدخِلَ الجَنَّةَ فَقَد فازَ ۗ وَمَا الحَيوٰةُ الدُّنيا إِلّا مَتٰعُ الغُرورِ
[185] প্রত্যেক প্রাণীকে আস্বাদন করতে হবে মৃত্যু। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, তার কার্যসিদ্ধি ঘটবে। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন সম্পদ নয়।;( আল ইমরান)
তার মানে হল সকলেই একদিন না একদিন মারা যাবে ৷
এই আয়াত হতে আমরা সুস্পষ্টভাবে দেখছি যে প্রত্যেকে মারা যাবে ৷ প্রজাতির বিলুপ্তির কারনে বরং কোরআনের সত্যতা প্রমান হয় ৷
শুধু তাই নয়, whiptail lizard এর কারনে কোরআনের বানী আরও দৃঢ়তার সাথে সত্য প্রমানিত হয় ৷
কারন কোরআনে ঈসা আঃ এর জন্ম পুরুষের সহায়তা ছাড়া হয়েছে বলে কোরআনে উল্লেখ করা হয়েছে ৷
এবং whiptail lizard ও পুরুষের সহায়তা ছাড়া সন্তান উৎপান করতে সক্ষম ৷ তারমানে কোরআন সত্য বলেছে ৷
দেখুন, যেই প্রানীটির দ্বারা কোরআনের বাণী সবচেয়ে ভাল ভাবে প্রমানিত হয়, সেটাই ধূর্ত মুফাস্সিল এবং তার সহযোগীরা মিলে সম্পূর্ণ ঘুরিয়ে দেয়ার চেষ্টা করেছে ৷
মুফাস্সিল সাহেবের প্রতিটি তথ্য ঠিক এই রকম ভুল এবং অপব্যাখ্যায় পূর্ন ৷
তাই এসকল নাস্তিকদের তথ্য যাচাই বাছাই না করে বিশ্বাস করার কোন সুযোগ নেই ৷
( বিঃদ্রঃ অধিকাংশ whiptail lizard এর পুরষ রয়েছে, শুধুমাত্র মেক্সিকান whiptail lizard এর পুরুষ প্রজাতি এখন জীবিত নেই ৷ দুটি ভিন্ন প্রজাতির মিলনের ফলে এই New Mexico whiptail (Aspidocelis neomexicana) এর জন্ম হয়েছে ৷ এটি একটি hybrids প্রজাতি)
(মোফাস্সিল ইসলামর এর ভুলে ভরা তথ্যের ভিডিও ৷)
0 Comments