Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

নাস্তিকদের মিথ্যাচার

আল্লাহ সুরা ফাতিহায় বলেন"" আমরা তোমারই ইবাদাত করি এবং তোমার নিকটই সাহায্য পার্থনা করি"" এখানে আল্লাহ কার ইবাদাত করে?

উওর:-
---------

বিসমিল্লাহির রহমানির রহিম

আসলে নাস্তিকদের ভোতা বুদ্ধি দ্বারা এর চেয়ে ভালো বুঝা সম্ভব নয়।।

সুরা ফাতিহা কুরআনুল কারিমের  সর্বপথম নাজিল কৃত পুর্নাঙ্গ সুরা।।

তফসির বিদগণ এ সুরার ৪২ টি নাম ব্যখ্যা করেছেন যার মধ্য ২ টি হল:- প্রশংসা করা ও দোয়া করা।।

এ সুরার ১ম ৩ আয়াত দ্বারা আল্লাহর প্রশংসা এবং পরের ৪ আয়াত দ্বারা আল্লাহর নিকট পার্থনা করা হয়েছে।

আবু হুরায়রা (রাঃ) বলেন আমি রাসুল (রাঃ) কে বলতে শুনেছি যে, ‘’আল্লাহ্‌ তায়ালা বলেন, আমি সলাতকে আমার ও বান্দার মধ্যে অর্ধেক করে ভাগ করেছি। আমার বান্দা যা চাইবে তাই সে পাবে।
অতঃপর বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন (প্রশংসা জগৎ সমুহের প্রতিপালক আল্লাহ্‌রই প্রাপ্য), তখন আল্লাহ্‌ তায়ালা বলেন, আমার বান্দা আমার প্রশংসা করছে।
আর যখন সে বলে আর রাহমানির রাহিম (যিনি পরম দয়ালু), তখন আল্লাহ্‌ বলেন, আমার বান্দা আমার গুণাবলী বর্ণনা করছে)।
অতঃপর সে যখন বলে, মালিকি ইয়াওমিদ্দিন (যিনি বিচার দিবসের মালিক), তখন আল্লাহ্‌ তায়ালা বলেন, আমার বান্দা আমার মহিমা বর্ণনা করছে। আল্লাহ্‌ তায়ালা আরও বলেন, আমার বান্দা তার সমস্ত কাজ আমার উপর সমর্পণ করেছে।
বান্দা যখন বলে, ইয়া কানা’বুদু ওয়া ইয়া কানাস্তাইন (আমরা শুধু তোমারই ইবাদত করি, এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি), তখন আল্লাহ্‌ তায়ালা বলেন, এটা আমার ও আমার বান্দার মধ্যেকার ব্যপার। আমার বান্দা যা চাইবে তাই সে পাবে।
যখন সে বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাজিনা আন আমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দোওয়াল্লিন (আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন, যেসব লোকদের আপনি নিয়ামত দান করেছেন। আর যারা অভিশপ্তও নয়, পথভ্রষ্টও নয়, তাদের পথেই আমাদেরকে পরিচালিত করুন), তখন আল্লাহ্‌ তায়ালা বলেন, এটা কেবল আমার বান্দার জন্য। আমার বান্দা যা চাইবে তাই সে পাবে’’ (মুসলিম ৭৬২)

সুতরাং হাদিস দ্বারা এটাই প্রমান হয় যে আল্লাহ নয় বরং বান্দাই আল্লাহর ইবাদাতে তার নিকট প্রশংসা ও দোয়ার দ্বারা আল্লাহর সাহায্য পার্থনা করছে।।

Post a Comment

0 Comments