Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

বিধর্মীদের সাথে বন্ধুত্ব করা কি ইসলামে অবৈধ

বিধর্মীদের সাথে বন্ধুত্ব করা কি ইসলামে অবৈধ????

সূরা মায়েদাহর 51 নাম্বার আয়াত দেখিয়ে  নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীরা সব সময় বলে কোরআনে নাকি বিধর্মীদের সাথে ভাল আচরন ও বন্ধুত্ব করতে নিষেধ করেছে এবং তাদের বিশ্রি ভাষায় গালাগালি করতে নির্দেশ দিয়েছে  ! আসলেই কি তাই????
সম্পূর্ন মিথ্যা অপবাদ এটা ৷
সূরা মায়েদাহর 51 নাম্বার আয়াতে  বলা হয়েছে ইহুদী ও খ্রীষ্টানদের বন্ধু হিসেবে গ্রহন না করার জন্য

51] ۞ يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا لا تَتَّخِذُوا اليَهودَ وَالنَّصٰرىٰ أَولِياءَ ۘ بَعضُهُم أَولِياءُ بَعضٍ ۚ وَمَن يَتَوَلَّهُم مِنكُم فَإِنَّهُ مِنهُم ۗ إِنَّ اللَّهَ لا يَهدِى القَومَ الظّٰلِمينَ
[51] হে মুমিণগণ! তোমরা ইহুদী ও খ্রীষ্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করেন না।

এবং 57 নাম্বার আয়াতে সুস্পষ্টভাবে বলা হয়েছে কোন কোন লোকের সাথে বন্ধুত্ব করা যাবে না ৷

[57] يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا لا تَتَّخِذُوا الَّذينَ اتَّخَذوا دينَكُم هُزُوًا وَلَعِبًا مِنَ الَّذينَ أوتُوا الكِتٰبَ مِن قَبلِكُم وَالكُفّارَ أَولِياءَ ۚ وَاتَّقُوا اللَّهَ إِن كُنتُم مُؤمِنينَ
[57] হে মুমিনগণ, আহলে কিতাবদের মধ্য থেকে যারা তোমাদের ধর্মকে উপহাস ও খেলা মনে করে, তাদেরকে এবং অন্যান্য কাফেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। আল্লাহকে ভয় কর, যদি তোমরা ঈমানদার হও।( সূরা মায়েদাহ) 

দেখুন, যারা ধর্মকে উপহাস করে এবং খেলা মনে করে তাদের সাথে বন্ধুত্ব না করার জন্য নির্দেশ দেয়া হয়েছে!  এখন আমার ধর্মকে যে উপহাস করে তাকে কি আমি বন্ধু বানাব??? আপনাকে, আপনার মা,বাবা, পরিবারকে নিয়ে যদি আমি সবসময়  উপহাস করি তবে কি আপনি আমাকে বন্ধু বানাবেন?? পৃথিবীর এমন কোন ব্যাক্তি কি আছে যে তার উপহাস কারীর সাথে বন্ধুত্ব করে???
@Md Jamsed ভাইয়া,  আপনি কি আমাদের সাথে বন্ধুত্ব করবেন??  আপনার আসল নাম, পরিচয় আমাদের  দিবেন?? যদি না দেন তবে কেন দিবেন না?? উপহাস যারা করে তাদের বন্ধু না বানানো যদি অন্যায় হয়, তবে আপনি আসুন আমাদের সাথে বন্ধুত্ব করুন, করবেন কি???
Md Jamsed Hossain ভাইয়া ৷
যদি আমাদের সাথে আপনি বন্ধুত্ব না করেন, তবে বন্ধুত্ব নিয়ে প্রশ্ন তুলার আপনার কোন অধিকার নেই ৷

Post a Comment

0 Comments