বিজ্ঞানময় কোরআন ও এর সত্যতা নিরূপণঃ-
পবিত্র কোরানে উপস্থাপিত আল্লাহর বাণী সমুহ সত্যিই বিশ্বয়কর যা আধুনিক মানুষকেও অবাক করে দেয়।আজকে কোরানের একটি অসাধারন আয়াত নিয়ে আলোচনা করব, আয়াতটি হচ্ছে সুরা তারিকের ৫ থেকে ৭ নং আয়াত। দেখা যাক সুরা তারিকের(সুরা ৮৬) ৫ থেকে ৭ নং আয়াতে কি বলেছেন আল্লাহ----
يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ خُلِقَ مِن مَّاء دَافِقٍ فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّ خُلِقَ
অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে।
সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।
এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।
এবার আয়াতটি বিষ্লেষন করা যাক। আল্লাহ এখানে মানুষকে তার সৃষ্টির ব্যাপারে চিন্তা করতে বলেছেন । মানুষ সৃষ্টি হয়েছে সবেগে স্খলিত পানি তথা বীর্য (Semen ) থেকে। আল্লাহ বলেছেন এই বীর্য নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।
বিশ্বয়টা এখানেই, মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে বীর্য নির্গত হওয়া বলতে আসলে কি বুষায়?
যেখানে আমরা সবাই জানি বীর্য তৈরী হয় অন্ডকোষ( testis) থেকে।
এই আয়াত টির ব্যাপারে যদি একজন ডাক্তার অথবা এম্ব্রায়লজীস্ট (Embryologist)কে জিজ্ঞাসা করা হয় তবে তারা মোটেও অবাক হবেন না। এর কারন এই আয়াত টির অর্থ বুষতে হলে প্রয়োজন এনাটমি(Anatomy) আর এম্ব্রায়লজীর জ্ঞান।
এখানে বলে রাখা প্রয়োজন বীর্য যে অন্ডকোষ( testis) থেকে তৈরী হয় তা আরবের লোকদের খুব ভালই জানা ছিল। কারন গবাদী পশুর Castration পদ্ধতি সে সময় বহুল প্রচলিত ছিল।
আসুন আমরা দেখি অন্ডকোষে( testis) কিভাবে বীর্য উৎপাদন নিয়ন্ত্রিত হয়।
অন্ডকোষে( testis) বীর্য উৎপাদনের জন্য প্রয়োজন পর্যাপ্ত রক্ত ও স্নায়ুর সংযোগ (Blood supply, Nerve supply)।
অন্ডকোষের রক্ত সন্চালন হয় Testicular Artery নামক রক্ত নালীকা দ্বারা যা লাম্বার lambar L2 লেভেল থেকে তৈরী হয় যা মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্যবর্তী একটি স্থান।
ছবিটি দেখুন--
The picture showing origin of testicular artery from abdominal aorta at the level of L2
ঠিক একই ভাবে অন্ডকোষের স্নায়ুর সংযোগ ( Nerve supply) আসে Paraaortic ganglia থেকে যা অবস্থান করে
মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্যবর্তী একটি স্থানে।
অর্থাৎ একথা পরীষ্কার যে অন্ডকোষের কাজ সম্পু্র্নরুপে নিয়ন্ত্রিত হয় এমন দুটি স্থান থেকে যাদের অবস্থান মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্যবর্তী একটি স্থানে।
আরও মজার ব্যপার হচ্ছে অন্ডকোষের উপত্তিও কিন্তু মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্যবর্তী কিডনীর নিকটবর্তী একটি যায়গা হতে।
এটি Genital ridge নামক স্থান থেকে তৈরী হয়ে ধীরা ধীরে অন্ডথলীতে(scrotum) নেমে আসে।
ছবিটি দেখুন---
কাজেই আলোচনা থেকে একথা পরিস্কার যে অন্ডকোষের( testis) উপত্তি (Development) ও তার কাজ (Blood supply, Nerve supply) এমন একটি স্থান থেকে নিয়ন্ত্রিত যা কিনা মেরুদন্ড ও বক্ষপাজরের মাঝে অবস্থান করে।
তথ্যসুত্র--
Gray’s Anatomy
Grant’s Atlas of Anatomy
Langmans Human Embryology
পরিশেষে কুরানের ভাষায় বলতে হয়--
ذَلِكَ الْكِتَابُ لاَ رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ
এ সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই। এটি পথ প্রদর্শনকারী মুত্তাকিদের জন্য, [সুরা বাকারা: ২]
এখন কথা হচ্ছে কোরানের নিদর্শন গুলো এত স্পষ্ট হওয়া সত্তেও কি আমরা কোরআন থেকে দুরে সরে থাকব??? এখনও কি সময় আসেনি কোরআনকে গভীরভাবে উপলব্ধি করার?
এব্যাপারে ডাক্তার আব্দুল ওয়াহাব স্যার বলেন-
Both testes got there blood supply through testicular arteries and they originate from the abdominal aorta which lies in the back neer the left side og the lumbar spine that means testis gets thair nutrition from the back.
secondly germ cells which r responsible for production of sperm in embryonic period lies in thoracic level.
Ultimately both thorax & abdomen is the site of origin.
Nerve supply by pudandal nerve which also from spina ccord iin tthe lumbar region.
So every point is correct...
0 Comments